Header Ads

Header ADS

 

বাংলাদেশ কিভাবে সামরিক অস্ত্র নিজেরাই উৎপাদন করতে পারে?

বাংলাদেশ তার ব্যবহৃত সকল স্বয়ংক্রিয় ও আধাস্বয়ংক্রিয় ক্ষুদ্রাস্ত্র (৬০ মিমি ক্যালিবার পর্যন্ত) এবং বেশ কিছু মিডিয়াম ক্যালিবার অস্ত্র (যেমন ৮২ মিমি মর্টার), এ সকল অস্ত্রের সকল গোলাবারুদ, হ্যান্ড গ্রেনেড, রকেট চালিত গ্রেনেড, কাধেবহনযোগ্য HN-16 ও QW-2 বিমান বিধ্বন্সী গাইডেড মিসাইল, ১২২ মিমি গাইডেড মাল্টিপল রকেট লঞ্চিং সিষ্টেম, ভারী কামানের গোলাবারুদ উতপাদনে স্বয়ং সম্পূর্ণ। এছাড়া এসব যুদ্ধাস্ত্র বহনের জন্য প্রায় সকল ভারী ও হালকা যানবাহন এখন বাংলাদেশে তৈরী হচ্ছে। বাংলাদেশের নিজস্ব কারখানায় ট্যাংক ও এপিঁসি মেরামত ও ওভার হলিং এর সক্ষমতা আছে।

এছাড়া বাংলাদেশ ৩০০০ টন ওজন পর্যন্ত সকল প্রকার নৌযুদ্ধজাহাজ নির্মানে সম্পূর্ণ সক্ষম। এছাড়া নৌবাহিনীর যুদ্ধজাহাজে ব্যবহার্য সকল প্রধান প্রধান এন্টি সীপ মিসাইল ও হেভী টর্পেডো বাংলাদেশের তৈরীর কারখানা স্থাপন করা হয়েছে।

আশা করা যায় ২০২৫ সাল হতে বাংলাদেশ নিজস্ব কারখানায় হালকা সুপারসনিক হালকা যুদ্ধ ও প্রশিক্ষন বিমান নির্মানে সক্ষম হবে। বর্তমানে নোউবাহীনির জন্য ব্যাবহৃত টার্গেটিং এবং অবজার্ভেশন ড্রোন বাংলাদেশেই তৈরী করা হচ্ছে। এছাড়া বিমান বাহিনীর ব্যবহার্য বিভিন্ন প্রকার আকাশ-আকাশ গাইডেড মিসাইল তৈরীর জন্য প্রয়োজনীয় লাইসেন্স পাওয়া গেছে ও কারখানা ইতিমধ্যেই স্থাপনের কাজ চলছে।

No comments

Powered by Blogger.